বাড়ির চার তলা ভাড়া করে দেহব্যবসার আসর। পুলিসের হাতে গ্রেফতার স্বামী স্ত্রী। উদ্ধার হয়েছেন ছয় তরুণী, তাদের মধ্যে দু’জন নাবালিকা। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। নিউটাউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়ির ঘটনা। সূত্রে খবর, ওই দম্পতি বেশ কিছুদিন আগে নিউটাউনের সিই ব্লকের ১৮৮ নম্বর বাড়ি ভাড়া নিয়েছিলেন। তারপর থেকে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজন নতুন নতুন তরুণ-তরুণী আসতেন ওই ফ্ল্যাটে। সোজা ঘরের চারতলায় চলে যেতেন তাঁরা। প্রতিবেশীরা সন্দেহ করে অনেকবার জিজ্ঞাসা করেন ওই দম্পতিকে। কিন্তু বারবার বিষয়টি তাঁরা এড়িয়ে যান। তারপরই হয় পর্দাফাঁস। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিস ও নিউটাউন থানার পুলিস যৌথ তল্লাশি চালায় ওই ফ্ল্যাটে। গভীর রাতে সেখান থেকে ছজন তরুণীকে উদ্ধার করে। যার মধ্যে দুজন ছিল নাবালিকা। গ্রেফতার করা হয় স্বামী স্ত্রীকে। জানা গিয়েছে, ওই দম্পতি ক্যানিং-এর বাসিন্দা। এক মাস হয়েছে এই বাড়ির চার তলা ভাড়া নিয়ে দেহ ব্যবসার আসর বসিয়েছিল।