নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার জোর নিরাপত্তার ঘেরাটোপ। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ তরফ থেকেও বসানো হবে ক্যামেরা এমনটাই খবর পুলিশ সূত্রে। ১০ ফেব্রুয়ারি এনকেডিএ আধিকারিক ও নিউটাউন থানার পুলিশ এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি, একটি বৈঠকও করেন বলে পুলিশ সূত্রে খবর। যে বৈঠকে সিদ্ধান্ত হয় কোথায় কোথায় নতুন করে ক্যামেরা লাগাতে হবে কোথায় কোথায় লাইট লাগাতে হবে। সেই সব জায়গায় একদিকে যেমন নিউটাউন থানার পক্ষ থেকে ক্যামেরা লাগানো হচ্ছে ঠিক তেমনি এন কে ডি এর তরফ থেকেও ক্যামেরা লাগানো হবে।


