দেশ

এলজেপিতে যোগ দেওয়ায় বহিষ্কৃত ৯ বিজেপি নেতা

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এলজেপির একা লড়ার পিছনে বিজেপি অভিসন্ধি নিয়ে এখনও সন্দিহান নীতীশ কুমারের জেডিইউ। এমতাবস্থায় জেডিইউ-র ভরসা ধরে রাখতে এলজেপি-র টিকিটে ভোটে ময়দানে নামা ৯ দলীয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিজেপি। সোমবার রাতেই এই নতুন সিদ্ধান্তের কথা জানাতে দেখা যায় বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমারকে। এদিকে গত সপ্তাহ আসন্ন নির্বাচতন উপলক্ষে প্রথম দফার ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করতে দেখা যায় চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে। সেখানে দলত্যাগী বিজেপি নেতাদের উপরেই সর্বাধিক ভরসা করতে দেখা যায় চিরাগকে।এমতাবস্থায় জেডিইউ শিবিরের ভরসা ধরে রাখতে আসন্ন নির্বাচনে জয়লাভ করলে নীতীশই যে এনডিএ সরকারে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তা একাধিকবার প্রকাশ্যেই খোলসা করেন সুশীল মোদী সহ বিপির একাধিক প্রথম সারির নেতৃত্ব। যদিও আসন বন্টন ও নীতীশের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে বিজেপি অন্দরেও। এরপরেই এলজেপির টিকিটে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বিহার বিজেপির প্রায় প্রথম সারির ৯ নেতা।