আজ সকালে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুন বিকালে ঝড়টি মহারাষ্ট্রের উত্তরে ও গুজরাতের দক্ষিণে সমুদ্রোপকূল অতিক্রম করবে। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ‘নিসর্গ’। তার দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য মুম্বই ও তার আশপাশে জারি হয়েছে হাই অ্যালার্ট। আবহাওয়াবিদদের মতে, ঘন্টায় ১০৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়বে উপকূলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে। সাইক্লোন মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিআরএফ জানিয়েছে, সাইক্লোনে মহারাষ্ট্রের যে অঞ্চলগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে তারা মোতায়েন করেছে ন’টি টিম। তার মধ্যে মুম্বইতেই আছে তিনটি। দু’টি টিম আছে পালঘরে। থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধদুর্গ জেলায় একটি করে টিম আছে। মহারাষ্ট্র সরকারের ত্রাণ ও পুনর্বাসন দফতর, আবহাওয়া অফিস এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এনডিআরএফ। উপকূলবর্তী এলাকায় সমীক্ষাও চালানো হয়েছে।