জেলা

তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, মাথা ফাটল এসডিপিও, আহত একাধিক পুলিশকর্মী

লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল।  সূত্রে খবর, রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েক জন। মাথা ফেটেছে দিনহাটার এসডিপিও-র। জানা গেছে, মঙ্গলবার দিনহাটা নিগম নগর এলাকায় দলীয় কর্মসূচি থেকে বাড়ি যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমসিম খায় পুলিশ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তৃণমূলের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের জন্য দিনহাটা চৌপতি এলাকায় কর্মীরা জড়ো হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচার সেরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁর নিরাপত্তা রক্ষীরা আচমকাই তাদের কর্মীদের উপর চড়াও হন। আর তার ফলেই কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জেলা তৃণমূলের কর্মীদের। পুলিশ আধিকারিক সহ বেশ কয়েক জন এতে আহত হয়েছেন। এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে দিনহাটা এলাকা। এই ঘটনা নিয়ে দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন বলেন, ‘‘লাঠিসোটা, তীর-ধনুক নিয়ে ঘুরছে। পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে ওরা। আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকা আমাদের দলের কর্মীদের উপর হামলা করেছে।’’ রাজ্যের মন্ত্রী বলছেন,”১৫-১৬ টা গাড়ি নিয়ে ওরা এলাকায় ঘুরছে। আমার জন্মদিন উপলক্ষ্য়ে ব্যবসায়ীরা আমাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সেই সময় গাড়ি ঘুরিয়ে ওরা আমাদের দিকে এগিয়ে এল। আমাদের সঙ্গে কয়েকজন ছিলেন। তাদের মারধর করল। প্রত্যেকটা গাড়িতে হুটার লাগিয়ে ওরা আসছে। এমসিসি কি কেন্দ্রীয় মন্ত্রীর জন্য নয়? তাহলে নির্বাচনী আচরণবিধি কি শুধু আমার জন্য?” তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মী এবং সমর্থকদের। অন্য দিকে, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘আমরা সারা দিনের সভা শেষ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় দিনহাটার পাঁচমাথা মোড়ে তৃণমূলের লোকজন জড়ো হয়। আমরা সেখানে পৌঁছতেই অতর্কিত ওরা আক্রমণ করে। এতে আমাদের বেশ কয়েক জন কর্মী সমর্থক আহত হয়েছেন। আমাদের পক্ষ থেকে কোনও প্রকারের আক্রমণ করা হয়নি।’’