কলকাতা

গার্ডেনরিচ কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, সিবিআই তদন্তের আর্জি

গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়া নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে । কলকাতা পোর্ট এলাকায় এরকম বেআইনি বাড়ি আর কটা আছে, সেই নিয়ে রিপোর্ট তলব করুক আদালত ৷ এই আর্জিতে মামলা হয়েছে হাইকোর্টে । একইভাবে গার্ডেনরিচের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে মামলাকারীদের তরফে।মঙ্গলবার গার্ডেনরিচের ঘটনা নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি  আকর্ষণ করেন বিজেপি নেতা রাকেশ সিংহের আইনজীবীরা ৷ তাঁদের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে । রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করা হয় । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । বৃহস্পতিবার মামলার শুনানি হবে ।রবিবার রাতে গার্ডেনরিচের ফতেপুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান পাঁচতলা বাড়ি । বাড়িটি বেআইনি বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ কিন্তু এলাকার মানুষের দাবি, এই ধরনের বেআইনি নির্মাণ গার্ডেনরিচের আনাচেকানাচে প্রচুর রয়েছে । পৌরনিগমের অনুমোদন ছাড়াই একের পর এক বহুতল তৈরি হচ্ছে । পৌর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে এই কাজ চলছে । কিন্তু পৌর আধিকারিকরা কোনো ব্যবস্থাই নেন না বলে অভিযোগ ।