দেশ

এবার নিশীথ-অর্জুন-সৌমিত্রকেও দিল্লিতে জরুরি তলব করল বিজেপির শীর্ষ নেতৃত্ব

 শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন গতকাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সফর নিয়ে যখন বাংলার রাজনীতিতে চর্চা অব্যাহত ঠিক তখনই আজ আবার দিল্লি গেলেন রাজ্য বিজেপির তিন সাংসদ। সূত্রের খবর, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে আচমকাই দিল্লিতে তলব করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ঘটনাচক্রে শুভেন্দু যেমন একসময় তৃণমূলে ছিলেন, পরে এসেছেন বিজেপিতে। ঠিক তেমনি এই ৩ সাংসদও একসময় ছিলেন তৃণমূলে, পরে এসেছেন বিজেপিতে। সেই হিসাবে এরা সকলেই দলের বিজেপির নবীন সদস্য। তার থেকেও মজার কথা এদের কেন ডেকে পাঠানো হচ্ছে তা জানে না রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকি এই ৩ সাংসদকে যে দিল্লিতে এদিন ডেকে পাঠানো হয়েছে সেটা দলের রাজ্য নেতৃত্ব জানতেনই না। এদিন সকালে সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁরা তা জানতে পারেন। আর এখানেই তৈরি হচ্ছে রহস্য। দিল্লির মোদি-শার দরবারে কী তাহলে দিলীপ ঘোষের অপসারণের ব্লু ব্রিন্ট তৈরি হচ্ছে যা রাজ্য বিজেপি নেতৃত্বকে বুঝতেই দেওয়া হচ্ছে না! নাকি আরও বড় কোনও পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের শাসক দল, উঠছে প্রশ্ন।