দেশ

বিরোধী জোট নিয়ে নিতীশ কুমারের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির জোটকে শক্তিশালী করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। রবিবার দিল্লিতে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। দিল্লির আমলা বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে দিল্লির সরকার শেষ সিদ্ধান্ত নেবে বলে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, মোদি সরকার সর্বোচ্চ আদালতকে অমান্য করে সেই বিষয়ে নিজেরা অধ্যাদেশ এনেছে। সেই অধ্যাদেশটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে। কিন্তু লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই। এদিন নিতীশ কুমারের সঙ্গে এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, নিতীশ কুমার আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন। একসঙ্গে লড়াই চলবে।