বিহারে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনার জন্য বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার তিনি হিংসার ঘটনার জন্য বিজেপিকে এবং আইমিমকে নিশানা করেন। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতাদের নিশানা করে বলেন, আগামী বছর নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণ করার জন্য পরিকল্পনা করেছিলেন তাঁরা। তাঁর কথায়, ‘প্রশাসনের তরফে কোনও শিথিলতা ছিল না। দাঙ্গাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা শীঘ্রই জানা যাবে। অপেক্ষা করুন, ঘরে ঘরে তল্লাশি চলছে… এটি ক্ষমতাসীন এবং তাদের দালালরা করেছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর বক্তব্যে ‘শাসক’ বলতে বিজেপি এবং ‘দালাল’ বলতে আসাদুদ্দিন ওয়াইসির আইমিমের কথা কথা বলেছেন।