কলকাতা

রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে , রাজ্যে রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করবেন রাজ্যপাল : শশী পাঁজা

রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে , একটা ধর্মীয় প্রসেশন পারমিশন বিহীন, গুজরাত, মহারাষ্ট্্‌ বিহার অনেক জায়গায় হামলার ঘটছে। কিন্তু শুধু বাংলাকে নিয়ে আলোচনা কেন, সুকান্ত মজুমদার বন্দুক নিয়ে যে মন্তব্য করেছে তারপর অস্বীকার করল, এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি, বিজেপি হাওড়া হুগলিতে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,সুকান্ত মজুমদার অস্বীকার যদি করেন তাহলে বারণ করেনি কেন তাহলে এদের মধ্যে দ্বিচারিতা আছে । কাল হনুমান জয়ন্তী ।এতো উৎসব হয় কেন তবে রামনবমীতে অশান্তি? কেন এগুলিকে হাতিয়ার করে ঝামেলা, মমতা ব্যানার্জী ধর্নায় বসেছেন বাংলার জন্য। আমাদের সাংসদেরা সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্তকের কাছে এপয়েন্টমেন্ট করছে। না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে মন্তব্য শশী পাঁজার। অনুরাগ ঠাকুর বলছেন গোলি মারো গাদ্দারও কো। কেনো অসংসদিয় ভাষা ।শশী পাঁজার মন্তব্য,এরা বাংলায় না আসাই ভালো , কম্যুনাল হারমোনি কে নষ্ট করছে বিজেপি।দিলীপ ঘোষ হুগলিতে প্রোরচনা দিয়ে ঝামেলা বাধিয়েছে, সুকান্ত মজুমদার তারপর ওখানে যেতে গিয়ে ড্রামা করলেন, লকেট চ্যাটার্জী সারাবছর সংসদে থাকেন না কি করে ওখানে গেলেন, কারা গ্রেফতার হয়েছে তাঁদের কোনো ধর্ম থাকে না, আমরা বুলডোজার গভর্নমেন্ট নয় , কার হাতে ব্লু প্রিন্ট বার করা হবে শীঘ্রই। বিজেপির অভিযোগ নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরাতে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শশী পাঁজার উত্তর হল, এতটা আমরা রাজনৈতিক দেউলিয়া নই , মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন বাংলার জন্য। তিনি আরোও বলেন,আর এরা নিজেদের রাজনৈতিক ফায়দায়, নিয়োগ দুর্নীতিতে কারা জেলে আপনারা জানেন, যারা বামফ্রন্ট এ ছিলেন সেই সময় কিভাবে চিরকুটে নিয়োগ হতো তারাও বলেছে। হনুমান জয়ন্তী প্রসঙ্গে, মন্ত্রী শশী পাঁজার(Sashi Panja) বক্তব্য, যে ঘটনা দুটো ঘটেছে বিজেপির হাত আছে , তাঁদের রাজনৈতিক সংগঠন দাগ কাটতে পারেনি। ধর্মীয় ভাবাবেগ কাজে লাগাচ্ছে। ওদের মুখে গুড ফ্রাইডে এর কথা ওঠেনা , যে যে রাজ্যে মাইনোরিটি আছে তাঁদের মেজরিটি দেওয়ার কথা বলে কনস্টিটিউশন। হুগলি তে ৫ দিন পর রামনবমী কেন? সংবিধান কি ব্যাখ্যা দেয় জানতে হবে।কুড়মি সমাজ রেল অবরোধ প্রসঙ্গ টেনে শশী পাঁজার মন্তব্য, মা মাটি মানুষের সরকার যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাঁদের সামাজিক ন্যায় দিয়েছেন। যারা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য এসব করে তাঁদের দেখা হবে। মমতা ব্যানার্জী বিষয়টি দেখবেন।সুমিত শাও তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর যোগ আছে প্রসঙ্গে শশী পাঁজা বলেন,প্রথমে বললো ফেক ভিডিও. যার হাতে কলম থাকা উচিত তাঁদের হাতে বন্দুক। সুকান্ত মজুমদার কোনটা অস্বীকার করছেন সেটা আগে বলুক. গৌতম চৌধুরীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। রাজ্যপাল এর অতি সক্রিয়তা প্রসঙ্গে,শশী পাঁজা বলেন,মাননীয় রাজ্যপাল রাজ্যের ভালো চান। তিনি সরেজমিন দেখেছেন , কিছুদিন আগে গভর্নর হাউস ছিলো বিজেপি পার্টি অফিস। রাজ্যপাল (Govonor)রিপোর্ট গঠন করছেন ,আমাদের স্বরাষ্ট্র সচিব রিপোর্ট দেবেন , রাজনৈতিক ষড়যন্ত বন্ধ করবেন রাজ্যপাল।