বিহারে মুখ্যমন্ত্রীর ফের নীতীশ, দুই উপমুখ্যমন্ত্রী বিজেপি-র
সোমবার বিকেলে টানা চারবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার। এনিয়ে সাতবার এবং পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রদেশ বিজেপির দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফড়নবিশ। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী। নতুন নীতীশ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে মোট ১৪জন এদিন শপথ নেন। তাঁদের মধ্যে আছেন জেডিইউ–র বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি এবং মেওয়ালাল চৌধুরি। এইচএএস সুপ্রিমো জিতন রাম মাঞ্ঝির
ছেলে সন্তোষ কুমার সুমন, বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি–র মুকেশ সাহনি–ও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। বিজেপির মঙ্গল পান্ডে এবং প্রতাপ সিং শপথ নেন।শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিল প্রধান বিরোধী দল আরজেডি। তাদের অভিযোগ ছিল, ভোটের ফল এনডিএ–র বিপক্ষে গিয়েছে। বিহারে ২৪৩ টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারের থেকে মাত্র তিনটি আসন বেশি পেয়েছিল এনডিএ জোট । JD(U)-র তুলনায় বিজেপি অনেকটাই বেশি আসন পেয়েছিল । এই পরিস্থিতিতে নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে, নাকি বিজেপি-র থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আনা হবে, তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। তবে সব জল্পনার অবসান ঘটে গতকালের নবনির্বাচিত বিধায়কদের
বৈঠকে । নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় ।তবে দু’জন উপমুখ্যমন্ত্রীই থাকছেন বিজেপি-র থেকে ।এই নিয়ে টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি । অভিনন্দন জানিয়েছেন বাকি মন্ত্রীদেরও । বিহারে এনডিএ জোটের একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি । বিহারের উন্নতির জন্য কেন্দ্রের তরফে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি । দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই টুইট –