কলকাতা

রবীন্দ্র সরোবরে নয় ছটপুজো, নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের

শনিবার রাত থেকেই বন্ধ হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে কলকাতা পুলিশ এবং কেএমডিএ তৎপর হয়েছে লেকের পরিবেশের ভারসাম্য রক্ষায়। ছটপুজোকে কেন্দ্র করে লেকের পরিবেশ এবং জল দূষিত হয়। আর সেই কারণেই এবার ছটপুজো যাতে লেকে না হয় সেজন্য ২০ নভেম্বর পর্যন্ত লেকের দরজা বন্ধ থাকবে। অতীতে দেখা গেছে যে ছটপুজোর জন্য লেকের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। আর সেই কারণে এবার প্রথমে লোহার দরজা তারপর বাঁশ দিয়ে পুরোপুরি সিল করে রাখা হয়েছে রবীন্দ্র সরোবর লেকের দরজাগুলি। এর সঙ্গে প্রতিটি গেটে থাকবে পুলিশের কড়া নজরদারি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি থাকবে প্রশাসন।