বর্ষবরণ উৎসবে কোথাও যাতে বাড়তি জমায়েত না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কোরোনা বিধি মেনে যাতে জমায়েত হয়, তা নিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ । আদালতের বক্তব্য, বছর শেষে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন । এই সময়টা গোটা রাজ্যজুড়ে উৎসবের মেজাজ থাকে । বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে বলে সংবাদমাধ্যমে নজরে আসছে । এই অবস্থায় কোরোনা-বিধি যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজ়ারের ব্যবস্থা করতে হবে । পুলিশকে পুরো বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।


