কলকাতা খেলা

রামনবমীর দিন কেকেআরের ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সব ভুয়ো পোস্ট! বার্তা দিল কলকাতা পুলিশ

৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ সরছে? নাকি থাকছে ইডেনেই?  শুক্রবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। সেখানে জানানো হয়, ম্যাচ সরানো নিয়ে বা সূচি পরিবর্তন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা বিভ্রান্তিমূলক। কলকাতা পুলিশ জানিয়ে দিল, তাদের তরফ থেকে ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই। আইপিএল ম্যাচ পুনর্বিন্যস্ত করা সংক্রান্ত যে সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সবই অসত্য, ভুয়ো। তাদের ফেসবুক পেজে কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ‘কলকাতা পুলিশ সমস্ত নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সমস্ত বিভাগের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে জনগণের সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই।‘ এই ঘোষণার পর বল এবার চলে গেল সিএবি’র কোর্টে।  ৬ এপ্রিলের ম্যাচ কি তাহলে আগের মতো ইডেনেই আয়োজিত হবে? জবাব দেওয়ার দায় সিএবির। অন্যদিকে, কলকাতায় ম্যাচ আয়োজন করে যে আর্থিক লাভ হয় তা গুয়াহাটিতে সম্ভব নয় । তাছাড়া ম্যাচটি নাইটদের হোম ম্যাচ । তাই এই ম্যাচের স্থানান্তরকরণ মানতে রাজি নয় কেকেআর। সাংবাদিক সম্মেলনে বরুণ চক্রবর্তী জানান, এই বিষয়ে তাঁরা অবগত নন । সিএবি প্রেসিডেন্ট বলেন, “মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সবার কাছেই বিষয়টি নিয়ে কথা হয়েছে । সবাই চেষ্টা করছেন যাতে ম্যাচের স্থান বদল না হয় । সময় রয়েছে ৷ তাই এখনই হাল ছাড়তে নারাজ সবাই । গতবছর একই পরিস্থিতিতে ম্যাচের সূচি বদল হয়েছিল। সেটি যেহেতু গতবছর টুর্নামেন্টের মাঝখানে হয়েছিল তাই সূচি পরিবর্তন করতে সমস্যা হয়নি। কিন্তু শুরুতেই এমন হলে এতগুলো ম্যাচ রি-শিডিউল করা মুশকিল ৷ তাই বোর্ড আপাতত গররাজি । সবমিিলিয়ে ই-মেল না আসা পর্যন্ত এখনই ম্যাচ স্থানান্তকরণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না ৷”