বিজেপির দাবিকে উড়িয়ে চার্জশিট জমা দিল সিবিআই। বিজেপির বুথ সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় ভোট-পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই, চার্জশিটে স্পষ্ট উল্লেখ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। গত ১২ জুন বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে মিঠুন বাগদি খুন হয়। সেই ঘটনার তদন্তে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা তদন্তভার গ্রহণ করে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে মিঠুন বাগদি হত্যার মামলার তদন্তভার হাতে নেয় তারা।মিঠুন বাগদি খুনের ঘটনায় গত ২৮ আগস্ট সিবিআই প্রতিনিধি দল প্রথমবার কাঁকরতলা থানার নবসন গ্রামে গিয়েছিলেন। কথা বলেছিলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে। এর পরেই আদালতের অনুমতি নিয়ে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে এই মামলার চার্জশিট জমা দেয় সিবিআই। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৫ জন অভিযুক্তদের নামেই চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। তবে উল্লেখযোগ্যভাবে চার্জশিটে এই খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই উল্লেখ করেছে সিবিআই। যদিও প্রথম থেকেই এই ঘটনা রাজনৈতিক হিংসার ফলে ঘটেছে বলেই জেলা রাজনীতি সরগরম করেছে বিজেপি। সিবিআই চার্জশিটের ফলে তাদের সেই অভিযোগ নস্যাৎ হয়ে গেল।


