কলকাতাঃ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর দেখিয়ে যারা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে তাদের উপরে নজর রাখতে রাজ্য সরকার প্রতিটি জেলায় একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে আরও এক দফা বৈঠক করেন। সেখানে তিনি রাজ্যে শান্তি ভেঙে যারা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে কোন রং না দেখে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনকে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।


