দেশ

Lok Sabha Elections : আজ থেকে শুরু প্রথম দফা ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া

১৯ এপ্রিল শুরু লোকসভা ভোট। প্রথম দফায় নির্বাচন হবে দেশের ১০২ লোকসভা কেন্দ্রে। বুধবার থেকে শুরু হল প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ২৭ মার্চ পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। প্রসঙ্গত, প্রথম দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে, ক্ষেত্রবিশেষে কোনও কোনও কেন্দ্রে ভোটগ্রহণ শুরু এবং শেষের সময় আলাদা আলাদা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধে ৬টায়। এদিকে, উৎসবের কারণে বিহারে মনোনয়ন জমা দেওয়ার সময় এক দিন বৃদ্ধি করা হয়েছে। বিহারে ২৮ মার্চ অবধি মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। বিহারের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ এপ্রিল। ১৯ এপ্রিল প্রথম দফায় বিহারের চার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।