দেশ

জগন্নাথ মন্দির এলাকায় আমিষ খাবার ও মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার

জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা নিয়ে বড় পদক্ষেপ নিল ওড়িশার বিজেপি সরকার । পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটার এলাকার মধ্যে আমিষ খাবার এবং মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ । রবিবার আইনমন্ত্রী ও আবগারি মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এমনটাই জানিয়েছেন । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “পবিত্র শহরের পবিত্রতা রক্ষায় রাজ্য সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বার-সহ মাংস এবং মদ বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করা হবে ।” তিনি এদিন আরও জানান, গ্র্যান্ড রোডে কোনও মদের দোকান বা বার থাকবে না । এছাড়াও, জগন্নাথ মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মধ্যে সংযোগকারী গ্র্যান্ড রোডে মাংস এবং আমিষজাতীয় খাবার বিক্রিও নিষিদ্ধ করা হবে ।তবে, এই নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে জানাননি মন্ত্রী । তাঁর বক্তব্যে কখন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা জানা যায়নি। মন্ত্রী হরিচন্দন আরও বলেন, “সরকার গ্র্যান্ড রোডের পাশের সমস্ত ভবনের উচ্চতা এবং সম্মুখভাগে অভিন্নতা আনার পরিকল্পনা করছে ।শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) এর আগে মন্দিরের চারপাশের ভবনগুলির জন্য অভিন্ন স্থাপত্য নকশার জন্য নিয়ম তৈরি করার জন্য গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগকে অনুরোধ করেছিল ।”যদিও নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এতদিন পর এহেন সিদ্ধান্তের কারণ কী । তবে মন্ত্রীর কথায় জানা গিয়েছে, শহরের পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে ।