অবশেষে সিজিও কমপ্লেক্সের ইডি অফিস থেকে বের হন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার সাড়ে ৬ ঘণ্টা অভিনেত্রী সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে এদিন নুসরতকে ডেকে পাঠায় ইডি। নির্ধারিত সময়ের আগে এদিন ইডি অফিসে পৌঁছে যান নুসরত। সূত্রের খবর, নুসরতের বিপুল পরিমান সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ যাত্রার দিকে নজর ইডির। নুসরতের বিপুল ফ্ল্যাট সম্পত্তি, বিদেশ যাত্রার পিছনে কি এই মোটা টাকার একাংশ রয়েছে? উত্তর জানতেই আয় ব্যায়ের নথি খতিয়ে দেখছে ইডি।