জেলা

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পড়ুয়ার মৃত্যু

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু পড়ুয়ার। সূত্রের খবর, মৃতের নাম সাধন রায়। বাড়ি, ব্য়ান্ডেলের গোপীনাথপুর কলোনি। হাওড়ার রামরাজাতলা আইটিআইটি-র পড়ুয়া ছিলেন তিনি। এদিন রামরাজাতলা থেকেই একটি লোকাল ট্রেনে আসছিলেন হাওড়া স্টেশনের দিকে। জানা গেছে, ট্রেনে এত ভিড় ছিল যে, কামরা ভিতরে ঢুকতে পারেননি সাধন। বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন দরজার কাছে। এরপর দাশনগর স্টেশনে ঢোকার মুখে ট্রেন যখন বাঁক নিচ্ছে, রেললাইনে ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে মাথা ঠুকে যায় ওই তরুণের। প্রায় সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে কামরার ভিতরে। সংজ্ঞা অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়  টিকিয়াপাড়া রেল হাসপাতালে। শেষপর্যন্ত হাওড়া জেলা হাসপাতালে সাধনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।