বিদেশ

ফের আমেরিকার আকাশে অজানা বস্তু, গুলি করে নামাল মার্কিন যুদ্ধবিমান

ফের আমেরিকার আকাশে উড়তে দেখা গেল অজানা বস্তু। দেখামাত্রই তা গুলি করে নামাল মার্কিন যুদ্ধবিমান। আলাস্কা পর্বতের ৪০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল ওই অজানা বস্তুটি। পেন্টাগনের স্যাটেলাইটে বিষয়টি নজরে আসতেই হোয়াইট হাউসে বার্তা পাঠানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেটিকে গুলি করে নামানোর নির্দেশ দেন। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, কারা এটি আমেরিকার আকাশে উড়িয়েছে, তা স্পষ্ট হয়নি। সম্প্রতি, আটলান্টিক উপকূলে বেলুন উড়িয়েছিল চিন। জানা গিয়েছে, ওই বেলুন মার্কিন সামরিক ঘাঁটিতে উঁকিঝুঁকি দিচ্ছিল। সেটিও গুলি করে নামানো হয়েছিল। যদিও চিনের দাবি ছিল, আবহাওয়া ও পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছিল।