জেলা

সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি দাবিতে ঝাড়গ্রাম, মালদা সহ রাজ্যের একাধিক এলাকায় রেল অবরোধ

 শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম, মালদা সহ রাজ্যের একাধিক এলাকায় রেল অবরোধ হয়। সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথের মন্দিরকে আদিবাসীদের হাতে তুলে দেওয়া সহ আরও নানান দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডেরও একাধিক এলাকায় রেল-রোড চাক্কা জ্যাম কর্মসূচী গ্রহণ করেছে এই সংগঠন। আজ, সকালে মালদহের আদিনা স্টেশনে শুরু হয় রেল অবরোধ। যার জেরে উত্তর-পূর্ব সীমান্ত শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।  এখনও সেখানে অবরোধ চলছে বলে খবর। অন্যদিকে সকাল থেকে একই চিত্র ঝাড়গ্রামের খেমাশুলি স্টেশনেও। সেখানেও রেলপথ অবরুদ্ধ করে সকাল থেকে বসে রয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। আরপিএফ-এর চেষ্টায় সাময়িকভাবে অবরোধ উঠলেও ফের তাঁরা রেল অবরোধ করেন বলে অভিযোগ।  প্রসঙ্গত, আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। এই একই দাবিতে এর আগে বিভিন্ন আদিবাসী সংগঠন আন্দোলনের রাস্তায় হেঁটেছে। কিছুদিন আগেই এই দাবিতে রাজ্যে রাস্তা অবরোধ অভিযান করেছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল।