কলকাতা

টানা বৃষ্টিতে হেদুয়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ

পুরনো ঝুরঝুরে বাড়ির সামনে এই সাবধানবানী দিয়ে যান পুরসভার কর্মীরা। তবুও একাধিক কারণে এর ভেতরেই বিপদ সঙ্গী করে বসবাস করতে থাকেন বহু মানুষ। বর্ষায় এসব বাড়ি নিয়ে বাড়ে চিন্তা। টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার হেদুয়ার কাছে একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ল।  কলকাতা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১৮৯ বাই ১ বিধান সরণিতে এই বাড়ি। হেদুয়া মোড়ের কাছে এই বাড়িটি একটি পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী,কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছেন পুরসভার কর্মীরা। হাজির হয়েছে পুলিশ। বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে। জানা গিয়েছে বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে বহুদিন আগেই দরজার বাইরে ঝোলানো হয়েছিল বিপজ্জনক হোর্ডিং, কিন্তু শরিকী বিবাদে সংস্কার হয়নি বহুবছর। টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ।