দেশ

জয়পুরে একসঙ্গে আক্রান্ত ৯, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১

ওমিক্রন ছড়িয়ে পড়েছে বিশ্বের আরও ৩৮টি দেশে 

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এ বার জয়পুরে একসঙ্গে ৯ জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট। আক্রান্তদের ট্রাভেল হিস্ট্রিতে দক্ষিণ আফ্রিকা রয়েছে। মহারাষ্ট্রেও একই সঙ্গে ৭ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে ৪ জন বিদেশ থেকে ফিরেছেন। বাকিরা তাঁদের সংস্পর্শে এসেছিলেন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১। উল্লেখ্য, কর্নাটকেই প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা ফিরেছিলেন। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী। তাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি ছিল না। এর পর গুজরাতের জামনগরে আরও এক জনের দেহে ওমিক্রন। জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন তিনি। তার পর দিল্লিতেও বছর ৩৭-এর এক ব্যক্তির শরীরে কোভিডের এই নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। শনিবার সন্ধ্যায় করোনার হটস্পট মহারাষ্ট্রে থাবা বসায় ওমিক্রন। মুম্বইয়ের বাসিন্দা বছর ৩৩-এর ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে দিল্লিতে আসেন। তার পর মুম্বইয়ে ফেরেন। মুম্বইয়ের একটি কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। মহারাষ্ট্রের পুনের ৭ আক্রান্তের মধ্যে এক মহিলা ও তাঁর দুই মেয়ে নাইজেরিয়া থেকে ফিরেছেন। তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন মহিলার ভাই এবং তাঁর দুই মেয়ে সংক্রমিত হন। ভারতের পাশাপাশি করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেন ‘ওমিক্রন’ বিশ্বের আরও ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে।