দেশ

২৫ ডিসেম্বর সাময়িক বন্ধ ডাক বিভাগের পোর্টাল পরিষেবা

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে ২৫ ডিসেম্বর, সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে ডাক বিভাগের অনলাইন পরিষেবা। তাই ইন্ডিয়া পোর্ট পোর্টাল থেকে ওইসময় কোনও পণ্যের ট্র্যাকিং করা যাবে না। জানানো যাবে না অভিযোগও। একসঙ্গে অনেকগুলি পার্সেল বা পণ্য বুকিং করাও সম্ভব হবে না। বন্ধ থাকবে কল সেন্টার পরিষেবা। পোর্টাল সন্ধ্যার পরই স্বাভাবিক হবে বলে দাবি করেছে ডাকবিভাগ।