লোকসভা ও রাজ্যসভার অর্ধেকেরও বেশি বিরোধী সাংসদই সাসপেন্ড হয়েছেন। কার্যত ফাঁকা সংসদের দুই কক্ষ। আর বিরোধীদের অনুপস্থিতিতেই লোকসভায় বুধবার পাশ হয়ে গেল ফৌজদারী সংক্রান্ত তিনটি বিল। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে। লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়ায় বেজায় চটে বিরোধীরা। এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন নতুন ফৈজদারী আইন সংক্রান্ত বিলগুলিকে চ্যালেঞ্জ করে। এমনটাই সূত্রের খবর।