করোনার কারণে পুরীর ঐতিহাসিক রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনওভাবে রথযাত্রা করতে পারবে না মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি রথযাত্রা সংক্রান্ত কোনও অনুমতি দিতে পারবে না রাজ্য সরকারও। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়, ‘আমরা যদি রথযাত্রায় অনুমতি দেই, জগন্নাথদেব আমাদের ক্ষমা করবেন না’। উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভক্তদের বাদ রেখে বাছাই করা দৈতাপতি, সেবায়েত আর নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে রথ বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রী মন্দির থেকে গুনদিচা মন্দির (মাসির বাড়ি) পর্যন্ত এই রথযাত্রার সময় কোনও ভক্তকে রাখা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। টিভির পর্দায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে ভক্তদের রথ দর্শন করানোর সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন। তবে এদিন শীর্ষ আদালতের নির্দেশের পর সেসবই বাতিল হয়ে গেল।