দেশ

‘কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নিলে আমরা নেব’, মণিপুর ইস্যুতে কড়া বার্তা সুপ্রিমকোর্টের

বিজেপি শাসিত মণিপুর ২ যুবতীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এবার কড়া বার্তা দিল দেশের শীর্ষ আদালত। সাফ জানিয়ে দিয়েছে, সরকার ব্যবস্থা না নিলে, পদক্ষেপ গ্রহণ করবে আদালত। এমনিতেই গত দু’মাস ধরে উত্তপ্ত মণিপুর। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তার পরেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এর মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি দু’মাস পুরনৈ ভিডিও থেকে। অতি সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মণিপুরের রাস্তায় নগ্ন করে হাঁটানো হচ্ছে দুই যুবতীকে। অভিযোগ, এই ঘটনা ৪মের। সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম জানিয়েছে, ঘটনাটি কঙ্গকপি জেলার। ওইদিন ২ যুবতীকে গণধর্ষণ করা হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এই ঘটনাকে দেশের জন্য লজ্জাজনক বলেছেন। এবার তীব্র প্রতিক্রিয়া দেশের শীর্ষ আদালতের। উদ্বেগ প্রকাশ করে আদালত জানিয়েছে, ‘এই বিষয়ে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।’ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনা প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, এই ঘটনা সাংবিধানিক ব্যর্থতা। এই ঘটনার বিরোধীতায় আজ দিল্লিতে পথে নেমেছে কংগ্রেস। তৃণমূলের সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ‘রক্ত জমাট বেঁধে যাওয়া  দৃশ্য’ বলে উল্লেখ করা হয়েছে।