দেশ

‘রাম মন্দির তৈরি করলেই করোনা যাবে না’, মোদির সরকারকে খোঁচা পাওয়ারের

 ৫ অগাস্ট অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করোনা পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণ নিয়ে মোদি সরকারকে খোঁচা দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এ দিন মুম্বাইতে তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করেন রাম মন্দির নির্মাণ করলেই করোনা মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে।’ প্রবীণ এই এনসিপি নেতা এ দিন মনে করিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষকে সাহায্য করাকেই তাঁরা অগ্রাধিকার দিতে চান। রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে খোঁচা দিয়ে পাওয়ার বলেন, ‘কিছু মানুষ হয়তো মনে করছেন, রাম মন্দির তৈরি করলেই করোনা বিদায় নেবে। তাই ভেবেই হয়তো তাঁরা এই সমস্ত আয়োজন করছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মতে, এই মুহূর্তে করোনা ভাইরাসই সবথেকে বড় বিপদ। কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত সেদিকেই মন দেওয়া।’