আমেরিকায় বন্দুকবাজের আচমকা হামলা অব্যাহত। হামলায় আবারও ত্রস্ত সাধারণ মানুষ। এবার ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আক্রান্ত খোদ পুলিশ! কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রবিবার রাতে আচমকা চলল এলোপাথাড়ি গুলি। হামলায় গুলিবিদ্ধ ৬। পুলিশ সূত্রে খবর, ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। নর্থওয়েস্ট ওয়াশিংটনে পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। হামলায় সাধারণ মানুষের পাশাপাশি গুলিবিদ্ধ পুলিশও। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে চলছিল মিউজিক কনসার্ট। স্থানীয়রা ‘মোচেলা’ পালন করছিলেন। স্বাভাবিকভাবেই রাস্তায় ছিল ভিড়। সেই ভিড় লক্ষ্য করেই হঠাৎ হামলা চালানো হয়। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, রবিবারের বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে।