কলকাতা

ডেঙ্গু রুখতে জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিল নবান্ন

 ডেঙ্গু রুখতে রাজ্যের সমস্ত জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের বিশেষভাবে নজরদারির নির্দেশ দিল নবান্ন। একইসঙ্গে কলকাতায় বাড়িতে বাড়িতে নজরদারি বাড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ভিলেজ রিসার্চ পার্সনদের আরও বেশি করে কাজে লাগাতে হবে বলেও নির্দেশ নবান্নের। রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার সমস্ত জেলার জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শনিবার বৈঠকে মুখ্যসচিব রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, দার্জিলিং, এই ৭ জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করেছে। এদিন বৈঠকে জেলাশাসক এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন কলকাতা পৌরসভার কমিশনারও। সূত্রের খবর, পৌরসভার কমিশনারের উদ্দেশ্যে এদিন মুখ্যসচিব নির্দেশ দেন, কলকাতায় বাড়িতে বাড়িতে নজরদারি বাড়াতে হবে। অনেক জায়গায় অবহেলা করা হচ্ছে বলেও জানান তিনি। কলকাতায় একাধিক বরোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেশি৷ ডেঙ্গু মোকাবিলায় সব রকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভাও৷ পুরসভার পক্ষ থেকে নিয়মিত প্রচার চালানো হচ্ছে, এলাকা যাতে পরিচ্ছন্ন থাকে, সে দিকে নজর দিতে বলা হচ্ছে৷