জেলা

তমলুক ও দুর্গাপুরে শ্রমিক শাখাতেও কোর কমিটির ঘোষণা তৃণমূলের, শীর্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে । এবার থেকে দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাবে ১২ সদস্যদের কোর কমিটি ।মঙ্গলবার সকালেই শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই গুরুত্বপূর্ণ জেলায় শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্বে বদল আনা হয়েছে ৷ একটি হল দুর্গাপুর ৷ অপরটি তমলুক ৷ দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দুই জেলাতেই নতুন কোর কমিটি গঠন করা হয়েছে । যে কোর কমিটির মাথায় থাকছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি স্বয়ং। তমলুকের ক্ষেত্রে কোর কমিটির সদস্য সংখ্যা ৯ এবং অপর জেলা দুর্গাপুর শিল্পাঞ্চলের ক্ষেত্রে সদস্য সংখ্যা ১২। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “শ্রমিক সংগঠন নিয়ে দলনেত্রী ও উক্ত সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সকল নেতা কর্মীদের মান্যতা দিতে হবে এবং আগামিদিনে সংগঠনকে আরও জোরদার করতে হবে ।” প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর তাঁর গড় বলে পরিচিত কাঁথি তমলুক সাংগঠনিক জেলায় নিজেদের মাটি ধরে রাখার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস । বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এরকম একটা অবস্থায় বিরোধী দলনেতার গড়ে দলের শ্রমিক সংগঠনে পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ । আর সেই জায়গা থেকে এদিন তমলুকে নবগঠিত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দণ্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর ও আলম জিলানি ।