বিনোদন

প্রয়াত অস্কার জয়ী ভানু আথাইয়া

প্রয়াত ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। বয়স হয়েছিল ৯১ বছর।  আজ বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন তাঁর কন্যা।  ৮ বছর আগে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। গত ৩ বছর ধরে তিনি শয্য়াশায়ী ছিলেন। ১৯৮২ সালে ‘গান্ধী’ ছবিতে সেরা কস্টিউম ডিজাইন বিভাগে দেশের হয়ে প্রথম অস্কার জেতেন তিনি।