ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের নামে বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দিলেন পি চিদাম্বরম । আজ পি ভি নরসিমা রাওয়ের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁঁর ক্ষমতা থাকলে নরসিমা রাওয়ের নামে বিশ্ববিদ্যালয় গড়তেন অথবা যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের কোনও একটার নাম নরসিমা রাওয়ের নামে করতেন। পি চিদম্বরম বলেন, ‘নরসিমা রাও রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে অসম্ভব দক্ষ ছিলেন। এই তিন বিষয়ে তিনি স্কলার ছিলেন এবং নিয়মিত চর্চা করতেন ।’ তাঁর মতে, ‘পুরোনো ধ্যানধারণা থেকে দেশকে টেনে বের করেছিলেন পি ভি নরসিমা রাও । তিনি দেশকে শিখিয়েছিলেন কীভাবে গর্বের সঙ্গে আত্মনির্ভর হতে হয় । তাঁঁর অনেক বন্ধু থাকতে পারে, পরামর্শদাতা থাকতে পারে, সমালোচকও থাকতে পারে কিন্তু ভারতের ইতিহাসে তাঁঁর যোগদান নিয়ে কোনও সন্দেহ নেই । কেন্দ্রীয় সরকার, তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সরকারের উচিত পি ভি নরসিমা রাওয়ের শততম জন্মবার্ষিকী ধুমধাম করে পালন করা ।’