বিনোদন

প্রয়াত ‘পান সিং তোমার’ ছবির চিত্রনাট্যকার সঞ্জয় চৌহান

প্রয়াত অভিনেতা ইরফান খানের ব্লকব্লাস্টার মুভি পান সিং তোমার- এর লেখক সঞ্জয় চৌহান। বৃহস্পতিবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২। দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন সঞ্জয়। অবশেষে বৃহস্পতিবার হাসপাতালেই জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে যান পান সিং তোমার- এর লেখক সঞ্জয় চৌহান। একাধিক সূত্র মারফত খবর, বেলা ১২ টা নাগাদ মুম্বইয়ের ওশিয়ারা শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। সঞ্জয়ের বন্ধু ও ফিল্মমেকার অবিনাশ দাস ফেসবুক পোস্টে তাঁর প্রয়াণের খবর জানিয়েছে শোকপ্রকাশ করেছেন। তিনি আরও জানান, গত দুসপ্তাহ ধরেই সঞ্জয়ের শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল ছিল না। দশ দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খানের ছবির লেখক। লিভারের সমস্যার কারণে আভ্যন্তরিন রক্তক্ষরণ হতে শুরু হয়েছিল। ভোপালেই ছোট থেকে বড় হয়েছেন  লেখক সঞ্জয় চৌহান। সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে রুপোলি দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করেন। ভোপাল থেকে মুম্বই এসে নয়ের দশকের ক্রাইম ভিত্তিক টিভি সিরিজ Bhanwar-এর জন্য লেখেন সঞ্জয় চৌহান। পান সিং তোমার ও আই এম কালাম-এর মতো দুটি বিখ্যাত ছবির লেখক হিসাবে সকলের কাছে ভীষণভাবে জনপ্রিয় ছিলেন সঞ্জয় চৌহান। সাহেব বিবি গ্যাংস্টার ছবিরও সহ লেখক ছিলেন। মেয়ে সারা ও স্ত্রী সরিতাকে রেখে চলে গেলেন সঞ্জয় চৌহান। ২০১১ সালে আই অ্যাম কালামের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা লেখক হিসাবে পুরস্কার পেয়েছিলেন সঞ্জয় চৌহান।