দেশ

ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগে উদ্ধার ১২ ভারতীয়

পাকিস্তান সমুদ্রের ডুবে যাওয়া নৌকা থেকে ১২ জন ভারতীয়ের প্রাণ বাঁচানো গিয়েছে। সেটা সম্ভব হয়েছে ভারতীয় কোস্ট গার্ড এবং পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি একত্রে কাজ করায়। মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (MRCC) মুম্বই-তে একটি বিপদের সঙ্কেত আসে। জানানো হয় যে, আল পিরনপির নামের একটি নৌকা পোরবন্দর থেকে ইরানের বন্দার আব্বাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ৪ ডিসেম্বর ভোরে এটি ডুবে যায়। মুম্বই থেকে এই তথ্য দ্রুত গাঁধীনগরের কোস্ট গার্ড হেডকোয়ার্টারে পাঠানো হয়। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড তাদের উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের জাহাজ সার্থক ওই অঞ্চলেই টহল দিচ্ছিল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর নির্দেশ পেতেই ওই তারা পাকিস্তানি MRCC-এর সঙ্গে যোগাযোগ করে। পাকিস্তানও তাদের এয়ারক্রাফ্ট পাঠায়। কিন্তু কাজটা সহজ ছিল না৷ জানা গিয়েছে, দ্বারকা থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে পাকিস্তানের সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলে ডুবে যায় নৌকাটি৷ তবে ওই বোটের ক্রুরা একটি ছোট নৌকায় নিজেদের নিরাপদে রেখেছিলেন। খারাপ আবহাওয়ায় সমুদ্রে কাউকে খুঁজে পাওয়া সবসময়ই একটি চ্যালেঞ্জিং। পাকিস্তানের এয়ারক্রাফ্ট এবং মার্চেন্ট শিপ কসকো গ্লোরি ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে একত্রে কাজ করে ১২ জন ভারতীয়ের প্রাণ বাঁচানোর জন্য। পুরো অভিযানের সময় পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। একটি জটিল অভিযানের পরে, সমস্ত ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয় এবং পোরবন্দরে ফিরিয়ে আনা হয়।