খেলা

ফাইনালে খেলা চলাকালীনই মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্যালেস্তিনীয় সমর্থক, ‘ফ্রি প্যালেস্তাইন’ বার্তা প্রতিবাদী যুবকের

এবার বিশ্বকাপের মাঠেও হামাস-ইজরায়েল দ্বন্দ্ব। বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীনই মাঠে ঢুকে পড়ে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদ জানায় এক ব্যক্তি। প্যালেস্টাইনে  বোমাবাজি বন্ধ করার বার্তা লেখা ছিল তাঁর টিশার্টে। মুখে ছিল প্যালেস্টাইন পতাকার রঙের মাস্ক। বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গেই অবশ্য মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। বেশ খানিকক্ষণের জন্য খেলা বন্ধ থাকে।  রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল চলাকালীন নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার পরনের টিশার্টে লেখা ছিল, “প্যালেস্টাইনের উপর বোমা ফেলা বন্ধ হোক”। প্যালেস্টাইনের পতাকার মাস্ক ছিল তাঁর মুখে। মাঠে ঢুকে সোজা বিরাটের দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। বিরাটকে জড়িয়েও ধরেন তিনি। আচমকা ওই ব্যক্তিকে মাঠে ঢুকতে দেখে চমকে যান বিরাটও। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা এসে বের করে দেন ওই ব্যক্তিকে। তবে মাঠের কড়া নিরাপত্তা ভেঙে কী করে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঢুকে পড়লেন তিনি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই প্রথম নয়, চলতি বিশ্বকাপে আগেও প্যালেস্টাইনের পতাকা উড়েছে। ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচেই উড়েছিল মধ্য প্রাচ্যের দেশটির পতাকা।