কলকাতা

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে পরেশ পাল

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর নোটিশ পেয়েছিলেন আগেই। সেই তলবের প্রেক্ষিতে বুধবার সিবিআই এর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বিধায়ক পরেশ পাল। এদিন সকাল ১০ টা ১৮ মিনিটে সিবিআই এর দফতরে  এসে পৌঁছন তিনি।। তাঁকে জিজ্ঞসাবাদের জন্য বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। এদিন সকাল ১০ টা ১৮ মিনিট নাগাদ বিধায়ক পরেশ পাল সল্টলেকে সিবিআই দফতরে পৌঁছন। অন্যদিকে মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এদিন সিবিআই দফতরে হাজির হন। সিবিআই তাঁকে না তলব করলেও তিনি স্বেচ্ছায় সিবিআই দফতরে এসেছেন বলে জানান। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যদি বিধায়কের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সেই কারণে আগেভাগেই স্বেচ্ছায় তিনি এসে হাজির হয়েছেন। সম্প্রতি অভিজিৎ মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার। বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের ভূমিকা খতিয়ে দেখার  দাবি জানিয়ে শনিবার বিশ্বজিৎ সরকার এবং তাঁর এক বন্ধু সল্টলেকে সিবিআই দফতরের সামনে অনশন অবস্থানে বসেছিলেন। সিবিআই অফিসের সামনে অবস্থানে বসে মৃত অভিজেতের দাদা দাবি জানিয়েছিলেন, ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি ছাড়া ধর্নায় বসার জন্য দু জনকেই আটক করে বিধাননগর পুলিশ। এর পর সিবিআই আধিকারিকরা তলব করেন পরেশ পালকে।