এবার কোভিড প্রোটোকল মেনে কয়েকটা জায়গায় ছাড় দিয়ে আগামী ২ অক্টোবর থেকে চিড়িয়াখানাগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যে যে সকল ন্যাশনাল পার্ক,পার্কস অ্যান্ড গার্ডেন, ইকো ট্যুরিজম সেন্টারগুলি আছে, সেগুলি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চালু করে দেওয়া হচ্ছে। তবে আপাতত হাতি সাফারি বন্ধ থাকছে। জিপ সাফারির ক্ষেত্রে একটি করে সিট ছেড়ে ছেড়ে বসতে হবে। স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক। কর্তৃপক্ষের তরফে গাড়ি গুলি স্যানিটাইজ করা হবে। ওয়াচ টাওয়ারে ২০ জনের বেশি উঠতে পারবেন না। যাঁরা জঙ্গলে ট্রেক করতে যান, তাঁরা কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখালে তবেই ট্রেক করতে পারবেন। না হলে তাঁদের ট্রেকিং-এর অনুমতি দেওয়া হবে না। এবার থেকে সব এন্ট্রি টিকিট অনলাইনে কাটতে হবে। সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে সাহায্য নেওয়া যাবে। ১৫ ও ১৬ অক্টোবর একটি রিভিউ করা হবে, যাতে কোথায় যদি কিছু বাড়াতে হয় বা কমাতে হয় সেগুলো দেখা হবে। যদি কেউ মাস্ক পরে না আসেন তবে বের করে দেওয়া হবে এবং যেখানেই মাস্কের ব্যবস্থা থাকবে টাকা দিয়ে কিনতে হবে। কেউ অনলাইনে টিকিট কিনেছেন কিন্তু ঢোকার সময় থার্মাল গান চেকিংয়ে দেখা গেল তাঁর জ্বর আছে, সেক্ষেত্রে তাঁকে বের করে দেওয়া হবে এবং তাঁর টিকিটের দাম রিফান্ড করা হবে না। কোভিড প্রোটোকল অনুযায়ী ৬৫ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে যাঁরা তাঁরা নিজেদের দায়িত্বে আসবেন।