রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাব দিয়ে শুরু হল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ শুক্রবার লোকসভায় বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পঞ্চম দিনের অধিবেশন শুরু হয় ৷ আর রাজ্যসভায়, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পর অধিবেশন শুরু হয় ৷ নাড্ডার বক্তব্যের মাঝে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা ৷ নিট ইস্যুতে উত্তাল লোকসভা। বিরোধীরা এই মর্মে আলোচনার দাবিতে শুক্রবার সকাল থেকেই সরব হন। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘বিরোধীরা চাইছিল দেশের যুবসমাজের উদ্দেশে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা যাক। কিন্তু, নরেন্দ্র মোদীর সরকার সেটা চায়নি।’ এমনকী নিট নিয়ে বলতে গেলে রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ কংগ্রেসের।