খেলা

অলিম্পিক্সে বাতিল বিনেশ ফোগাট, ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা! সান্ত্বনা জানিয়ে পোস্ট মোদির

অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীরা অভিযোগ করলেন, বিনেশের এমন আচমকা ফাইনাল থেকে বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চিত ভাবেই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমনকি, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে। যদিও বিনেশের ওই খবর প্রকাশ্যে আসার পরই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে মোদি তাঁকে সান্ত্বনা দিয়েছেন। মোদি লিখেছেন, ‘‘তুমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাস। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি।’’ বিনেশ ফাইনালে পৌঁছনোর পরেই তাঁকে ঘিরে কেন্দ্র বনাম কুস্তিগীরদের আন্দোলনের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় চলে আসে। ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ভারতীয় কুস্তি সংগঠনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলন দমনের সময়ে বিনেশের ছবি। বুধবারই সোনার লড়াইয়ে নামার কথা ছিল বিনেশের। হঠাৎই তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি ফাইনাল খেলতে পারবেন না। কারণ তাঁর ওজন নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছে।