কলকাতা

কলকাতার যোধপুর পার্কে ক্যাফেতে বিস্ফোরণ, আহত এক কর্মী

কলকাতার ক্যাফেতে বিস্ফোরণ। যোধপুর পার্কে ক্যাফে খোলার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের জেরে দোকানের শাটার উড়ে গিয়েছে। ভেঙেছে কাচের দরজা। জখম হয়েছেন ওই ক্যাফেরই এক কর্মী।  সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই দোকানের চারপাশে যে ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ক্যাফেতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই ক্যাফের ভেতরে ঢোকেন তাঁরা। ক্যাফেটি সকালে সবে খুলেছিল, তাই সেখানে জন সমাগম তেমন ছিল না। ক্যাফেতে খদ্দেরও ছিল না। ক্যাফের মধ্যে কর্মীরা ছিলেন। তাঁদের মধ্যেই এক জন আহত হয়েছেন বলে খবর। তবে তাঁর আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। কী ভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। তদন্তের পরই তা জানা যাবে।