দেশ

গণেশ চতুর্থীতেই নতুন সংসদ ভবনের ‘গৃহপ্রবেশ’! বিশেষ অধিবেশন দিয়েই হবে উদ্বোধন

গণেশ চতুর্থীতে নতুন ভবনে বসবে বিশেষ অধিবেশন। সেইসঙ্গে উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। পুরনো ভবনে অধিবেশন সূচনা হলেও পরদিন অধিবেশন শুরু হবে নতুন ভবনে। সাংসদরা নতুন গৃহে প্রবেশ করবেন এই অধিবেশনের মাধ্যমেই। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে সংসদের বিশেষ অধিবেশন পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে। এই বিশেষ অধিবেশন বসবে পাঁচদিন। সদস্যদের পৃথকভাবে অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে বিশেষ অধিবেশনের মাধ্যমে। নতুন ভবনের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অধিবেশন শুরুর মাধ্যমে গৃহপ্রবেশের পালা।