আজ কমিশনের ফুলবেঞ্চ-এর সঙ্গে তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেসের মতো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এই বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ শব্দসন্ত্রাস চালাচ্ছে। এই গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে বিএসএফ। সীমান্তবর্তী গ্রামগুলোতে তৃণমূল সদস্য ও সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, বিজেপিতে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই নিয়ে বিস্তারিত অভিযোগ করা হয়েছে।’ পার্থর আরও দাবি, ইভিএম, ভিভিপ্যাড নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মকপোল করে যেতে হবে। পাশাপাশি, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগ নস্যাত্ করে দিয়ে বলেছেন, ‘তৃণমূল রোহিঙ্গাদের ভোটার কার্ড দিয়ে নিজেদের স্বপক্ষে ভোট করাতে চাইছে। তা বিএসএফ ধরে ফেলায় এই অভিযোগ। বিএসএফ কী কাজ করে তা সকলেরই জানা আছে। ভোটার তালিকায় প্রায় ৪-৫ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশের লোক রয়েছে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইছি এই নাম অবিলম্বে বাদ দেওয়া হোক।