কলকাতা

করোনা জেরে এবারও ২১ জুলাই হবে ভারচুয়ালি

বড় জমায়েত করার পথে এখন একদমই পা বাড়াতে চাইছে না রাজ্যের শাসক দল। কারণ বড় জমায়েত মানেই কোভিডের তৃতীয় ঢেউকে আমন্ত্রণ দেওয়ার সমান। তাই গতবছরের মতোও এবারেও ২১ জুলাই ভার্চুয়ালি করার পথেই হাঁটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনটা যে হতে চলেছে তার অনুমান অবশ্য আগেই মিলেছিল। কেননা প্রতিবছর ২১ জুলাইয়ের মূল অনুষ্ঠানের অন্তত এক মাস আগে থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে যায় প্রস্তুতি সভা। এবারে সেই সভা, মিছিল তো হয়েই এমনকি দলের তরফেও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সেই সঙ্গে আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকায় ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে অনেকের মনেই সন্দেহ দেখা দিয়েছিল। এদিন পার্থবাবু কার্যত তাতেই শিলমোহর দিয়েছেন। এদিন পার্থবাবু জানান, যেহেতু করোনা কাল পুরোপুরি কাটেনি তাই এ বছরও ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চ বেঁধে নয়, হবে ভার্চুয়ালি। পার্থবাবু বলেন, ‘রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করেছি। দলনেত্রীর সঙ্গেও কথা হয়েছে। এবারও ২১ জুলাই ভার্চুয়ালি করার সিদ্ধান্তই হয়েছে। আগের বছরের মতো ওইদিনও নেত্রী ভাষণ দেবেন সোশ্যাল মিডিয়াতে। ওই দিন প্রথমে ব্লকে ব্লকে শহিদ তর্পণ, তারপর ভাষণ হবে।’ উল্লেখ্য, গত বছর, প্রথম লকডাউনের সময়েও প্রথমবার ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।