কলকাতা

পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

২ দিনের ইডি হেফাজত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শনিবার তাঁর গ্রেফতারির পর পার্থকে ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যায় ইডি ৷ এই কেন্দ্রীয় সংস্থার তরফে পার্থ চট্টোপাধ্য়ায়ের ১৪ দিনের ইডি হেফাজত চাওয়া হয় ৷ তবে বিচারক তাঁর ২ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেন ৷ ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আর্থিক অপরাধের মামলা৷ মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অন্যান্য সম্পত্তি পাওয়া গিয়েছে৷ ১৪টি জায়গায় ইডি একযোগে তদন্ত চালিয়েছে গতকাল৷ তার মধ্যে দু’টি জায়গা খুবই সন্দেহজনক৷ ইডির আইনজীবী জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান, জামিন দেওয়ার অধিকার তাঁর নেই৷ এব্যাপারে তাঁর ক্ষমতা সীমিত৷ এরপরই তিনি সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর নির্দেশ দেন৷