বিদেশ

ঢাকায় বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩, আহত ১৩

ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি বহুতলে বিস্ফোরণে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ফলে আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মৃত তিন জনের নাম যথাক্রমে শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিকট শব্দ পান স্থানীয়রা। ঘোর কাটার পর বুঝতে পারেন বহুতলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বহুতলের কিছুটা অংশ ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর যুদ্ধকালীন চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন ১৩ জন। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।