দেশ

বোমা মেরে পটনা বিমানবন্দর ওড়ানোর হুমকি মেল

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর ! সরাসরি এমনই হুমকি মেল পাঠানো হল পটনা বিমানবন্দরের ডিরেক্টরকে ৷ সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ বিগত 15 দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হুমকি মেল পেল পটনা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, এস্তোনিয়ায় অবস্থিত একটি এনক্রিপটেড ইমেল পরিষেবা সংস্থার মাধ্যমে মেলটি পাঠানো হয় ৷ মেলটি পাওয়ার মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে ৷ চারিদিক ঘিরে ফেলে রীতিমতো চিরুনি তল্লাশি শুরু হয় ৷ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দরের বোমা হুমকি মূল্যায়ন কমিটির সদস্যরা সোমবার গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালান ৷ কিন্তু, কোথাও কোনও বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পটনা এসপি সেন্ট্রাল দীক্ষা যাদব ৷ তবে, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও বেশি সিআইএসএফ কর্মী মোতায়েন করা হয়েছে ৷ এরপর বিষয়টি নিয়ে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ জানান বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিক বিকি সিং ৷ এসপি দীক্ষা যাদব বলেন, “বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে ৷ ইওইউ-এর সাইবের সেলকে মেলটি তদন্ত করতে বলা হয়েছে ৷ পটনা পুলিশের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ এর আগে 18 জুন এমনই একটি হুমকি মেল পাঠানো হয় পটনা বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷”