পঞ্জাব কিংসকে অল্প রানে বেঁধে ফেললেও শেষ পর্যন্ত জিতে ফিরতে পারল না কেকেআর। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। যদিও টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান, এই পিচে প্রথমে বল করতে চেয়েছিলেন। তবে এদিন ম্যাচ শুরু হতেই বোঝা যায়, কতখানি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক। প্রথম দুই ওভারে আগ্রাসী ব্যাটিং করলেও পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই চার উইকেট হারায় পাঞ্জাব। ব্যাটিং লাইন আপের প্রথম তিন উইকেট গিয়েছে হর্ষিত রানার ঝুলিতে। হর্ষিতের বোলিংয়ে বেসামাল হয়ে যাওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঞ্জাব ব্যাটিং লাইন আপ। সবমিলিয়ে নাইট বোলারদের দাপটে ১৫.৩ ওভারেই শেষ হয়ে যায় পাঞ্জাব ইনিংস। সাকুল্যে ১১১ রান তোলে তারা। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে এটিই পঞ্জাবের সব থেকে কম রানের দলগত ইনিংস। মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে প্রভসিমরন সিং পঞ্জাবের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। প্রিয়াংশ আর্য ২২ ও শশাঙ্ক সিং ১৮ রানের যোগদান রাখেন। শূন্য রানে আউট হন শ্রেয়স আইয়ার। এছাড়া জোশ ইংলিস ২, নেহাল ওয়াধেরা ১০, গ্লেন ম্যাক্সওয়েল ৭, সূর্যাংশ শেজ ৪, মারকো জানসেন ১, জেভিয়ার বার্টলেট ১১ ও আর্শদীপ সিং ১ রান করেন। কেকেআরের হয়ে ২৫ রানে ৩টি উইকেট নেন হর্ষিত রানা। ১৪ রানে ২টি উইকেট নেন সুনীল নারিন। ২১ রানে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন বৈভব আরোরা ও এনরিখ নরকিয়া। জয়ের লক্ষ্য স্থির হতেই কেকেআরের চোখ পড়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। ১৪.১ ওভার বা তারও কম সময়ে ম্যাচ জিতলে কেকেআরের সামনে সুযোগ ছিল লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার। তবে শুরুতেই পরপর উইকেট হারিয়ে বসায় ডাকাবুকো হওয়ার উপায় ছিল না অজিঙ্কা রাহানেদের সামনে। বরং একের পর এক উইকেট হারিয়ে ক্রমণ কোঁঠাসা হয়ে পড়ে কেকেআর। শেষমেশ নাইট রাইডার্স ১৫.১ ওভারে ৯৫ রানে অল-আউট হয়ে ম্যাচ হেরে বসে। আইপিএলে নিজেদের তৃতীয় নিন্মতম দলগত ইনিংসের লজ্জাজনক রেকর্ড গড়ে হতাশাজনক হারের মুখ দেখে কলকাতা। পঞ্জাব কিংস আইপিএলের ইতিহাসে সব তেকে কম রানের ইনিংস ডিফেন্ড করার সর্বকালীন রেকর্ড গড়ে। তারা ম্যাচ জেতে ১৬ রানের ব্যবধানে।
