দেশ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিভাবে হেনস্থা, আর কোনও সহযোগিতা নয়, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিভাবে বিরোধীদের হেনস্থা করতে বিজেপির নির্দেশে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এই অভিযোগ নতুন নয়। প্রতি নির্বাচনের আগেই দেখা যায়, সারা বছর শীতঘুমে থাকার পর ভোটের আগেই নানা অভিযোগে অবিজেপি দলগুলির নেতাদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে সিবিআই, ইডি। বিভিন্ন সময়ে নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা বিজেপিতে গেলেই এজেন্সির তদন্ত বন্ধ করে দেওয়া হয়। অবিজেপি রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে এই ইস্যুতে টানাপোড়েনের মাঝেই এবার কেন্দ্রীয় এজেন্সি বিরোধী নির্দেশিকা জারি করল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। যেখানে রাজ্যের সরকারি দফতরগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কোনওরকম সহযোগিতা করা যাবে না। কারণ তদন্তের নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করাই এদের উদ্দেশ্য। বুধবার হেমন্ত সোরেন পরিচালিত রাজ্য সরকারের তরফে সব দফতরকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোনও তদন্তেই এবার ইডি, সিবিআই এবং আয়কর দফতরের মতো সংস্থাগুলিকে সহযোগিতা করা যাবে না। এমনকী সরাসরি তাদের কোনও প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না। কেন্দ্রীয় এজেন্সিগুলি কোনও সরকারি দফতরের কাছে কোনও তথ্য জানতে চাইলে তা সরাসরি রাজ্য প্রশাসনের সচিবালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিকে সরাসরি কোনওরকম সরকারি নথি দিতে নিষেধ করা হয়েছে নয়া ঝাড়খণ্ডের সরকারি নির্দেশিকায়। সবমিলিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার সম্মুখসমরে নামল ঝাড়খণ্ড সরকার।